শুক্রবার , ৭ মার্চ ২০২৫ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. আইন আদালত
  3. আর্ন্তজাতিক
  4. এক্সক্লুসিভ
  5. কৃষি ও কৃষাণ
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. গল্প-সাহিত্য
  9. চাকুরি
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. টালিউড
  13. টেনিস
  14. তথ্য-প্রযুক্তি
  15. ধর্ম ও ইসলাম

আটক আড়ত কর্মচারীকে ছাড়িয়ে নিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

প্রতিবেদক
admin
মার্চ ৭, ২০২৫ ৫:৫১ অপরাহ্ণ

(দিনাজপুর টোয়েন্টিফোর ডটকম) নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরীর ‘মার্চ ফর খিলাফাহ’ কর্মসূচির ঘোষণা দিয়েছিল। এই কর্মসূচি পালন করতে গিয়ে সংগঠনটির কর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মিছিলটি ছাত্রভঙ্গ করতে পুলিশ হিযবুত তাহরীর সদস্যদের ওপর লাঠিচার্জ করে। এমন সময় পুলিশের সঙ্গে হঠাৎ একজন ব্যক্তি এসে হিযবুত তাহরীর সদস্যদের লাঠি দিয়ে পেটান। পরে ভুলক্রমে সেই ব্যক্তিকে ধরে নিয়ে যায় ডিবি পুলিশ। এরপর সেই খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ডিবি কার্যালয়ে ছুটে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাকে ডিবির কাছ থেকে ছাড়িয়ে নিয়ে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। ওই ব্যক্তির নাম আরমান আলী (৪০)। তিনি রাজধানীর কারওয়ান বাজারের একটি কাঁচামালের আড়তের কর্মচারী বলে সাংবাদিকদের জানিয়েছেন।

শুক্রবার (০৭ মার্চ) বিকেল ৪টা ৪০ মিনিটে আসিফ সেই আটক আড়ত কর্মচারীকে ছাড়িয়ে নিয়ে ডিবি অফিস থেকে বের হন।

জানা গেছে, শুক্রবার হিজবুত তাহরীরের পূর্ব ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে৷ এক দুপুর দুইটার দিকে হিজবুত তাহরীরের মিছিলটি বিজয়নগর হয়ে পল্টন আসার পথে মারমুখী হয়ে ওঠে এবং পুলিশকে হামলার চেষ্টা করে। এরপর পুলিশ তাদের ওপর চড়াও হয়। ব্যাপক লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে। এমন সময় পুলিশের সঙ্গে হঠাৎ ওই কাঁচামালের আড়তের কর্মচারী এসে হিযবুত তাহরীর সদস্যদের লাঠি দিয়ে পেটান। কিন্তু এসময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে ধরে ফেলে।

10

সেই আড়ত কর্মচারীকে রিকশাচালক লীগের কর্মী সন্দেহ আটক করা হয়। তাকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। এরপর সেই আটকের দৃশ্য এবং তার আগের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নজরে আসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের। পরে তিনি বিকেল সাড়ে চারটায় চলে যান ডিবি অফিসে। এরপর সেখানে গিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে গাড়িতে তুলে সোজা চলে যান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তবে এসময় তিনি গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি।

ডিবির কাছ থেকে বুঝে নেওয়ার সময় ডিবির প্রধান রেজাউল মল্লিক উপস্থিত ছিলেন।

এর আগে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি অবহিত করে গণমাধ্যমকর্মীদের খুদেবার্তা পাঠান।

ডিএমপির ক্ষুদেবার্তায় লেখা হয়, বিশেষ প্রেস ব্রিফিং। ব্রিফ করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। স্থান: ডিবি কার্যালয়ের সামনে। সময়: বিকেল সাড়ে ৪টা।

এ বিষয়ে জানতে চাওয়া হয় ডিসি মুহাম্মদ তালেবুর রহমানের কাছে। তিনি জানান, ডিবির পিআরও থেকে তাকে গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্যে মেসেজ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। তিনি শুধু সে অনুযায়ী মেসেজটি দিয়েছেন। -নিউজ ডেস্ক

সর্বশেষ - রাজনীতি

আপনার জন্য নির্বাচিত

এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হচ্ছে ১২১৪ ‘গায়েবি’ মামলা: আসিফ নজরুল

রোজার আগেই আমিরাতে খেজুরের দাম কমলো ৪০ শতাংশ

বাংলাদেশের জন্য ৭ হাজার ৬৩৮ কোটি টাকা ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের

মিয়ানমার সংকট : শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে অজিত দোভালের

ভ্যানে লাশের স্তূপের ঘটনা আশুলিয়ার, ঘটনাস্থলে ছিলেন ডিবির আরাফাত

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয়: ইসি আনোয়ারুল

পাঠ্য বইয়ে ‘শরীফা গল্পের’ দুই লাইন প্রত্যাহারের দাবি সংসদে

গাজায় অনেক শিশুর শরীরে কান্না করার মতো শক্তিও নেই: ইউনিসেফ

জনগণের পাশে থাকার কথা জানালেন সেনাপ্রধান

বিদ্যুৎ খাতে অতিরিক্ত ৩৬৭ কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক